প্রকাশিত: Thu, Jan 4, 2024 8:22 PM আপডেট: Mon, May 12, 2025 11:51 AM
[১]ময়মনসিংহ-৪ আসনে নির্বাচনী আমেজ তুঙ্গে [২]১০ বছর পর নৌকার মাঝি পেলো নৌকা
আব্দুল্লাহ আল আমীন :[৩] দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহে ১১টি আসনের মধ্যে নয়টিতে নৌকা মনোনীত প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মর্যাদাপূর্ণ আসন ময়মনসিংহ সদরে বিরাজ করছে উৎসবমুখর পরিবেশ।
[৪] বিভিন্ন রাজনৈতিক দলের ও স্বতন্ত্র প্রার্থীদের অংশগ্রহণে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনী হাওয়া বইছে মাঠে ময়দানে। তীব্র লড়াই কে জিতবে এ নিয়ে চলছে চুলছেড়া বিশ্লেষণ। ১৪ ও ১৮ সালে মহাজোটের ব্যানারে আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এ আসন থেকে জাতীয় পার্টিও হয়ে সংসদ সদস্য হন সাবেক রাষ্ট্রপতি হোসেইন মুহাম্মদ এরশাদের স্ত্রী রওশন এরশাদ।
[৫]এ আসনে ১০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নৌকার প্রার্থী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত মাঠ বেশ খানিকটা গুছিয়ে নিয়েছেন। দলীয় সমর্থন, বাবা সাবেক ধর্মমন্ত্রী প্রয়াত অধ্যক্ষ মতিউর রহমানের জনপ্রিয়তার পাশাপাশি তার রয়েছে ব্যক্তি আমেজ। মিশুক হিসেবে তার আলাদা গ্রহণযোগ্যতা আছে।
[৬] স্বতন্ত্র প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আমিনুল হক শামিমও আলোচনায় আছেন। তিনি সিটি মেয়র ইকরামুল হক টিটুর বড় ভাই। নির্বাচনের মাঠে নতুন হলেও পরিচিত ব্যক্তিত্ব। জেলা আওয়ামী লীগের একটি অংশ তার পক্ষে কাজ করছেন।
[৭] এদিকে কেন্দ্রে ভোটার উপস্থিতি ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে কাজ করছে প্রশাসন। জেলা প্রশাসক ও জেলা রির্টানিং কর্মকর্তা দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী জানান- গুরুত্বপূর্ণ কেন্দ্র ৭২০ সাধারণ কেন্দ্র ৬২০টি রয়েছে। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলো বিশেষ দৃষ্টি রয়েছে।